রাজশাহী-ঢাকা পর্যন্ত চলা ৪ আন্ত:নগর ট্রেনের রুট চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করার দাবিতে রেলপথ অবরোধ

রাজশাহী-ঢাকা পর্যন্ত চলাচলকারী ৪টি আন্ত:নগর ট্রেন সিল্কসিটি, পদ্মা, ধুমকেতু ও মধুমতি’র রুট চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা সহ ৮ দফা দাবিতে দাবিতে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে রেলপথ অবরোধ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ সকালে সুশাসনের জন্য নাগরিক-সুজন জেলা শাখা এই কর্মসূচী পালন করে। বিভিন্ন সংগঠন, মহল সহ নানা শ্রেণী পেশার মানুষ ঘন্টারও বেশী সময়ের এই কর্মসূচীতে অংশ নেয়। কর্মসূচী চলাকালে বক্তরা বলেন, বর্তমানে ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত চলাচলকারী পাঁচটি আন্ত:নগর ট্রেনের মধ্যে একমাত্র বনলতা চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চলে। অথচ নাগরিক কমিটি সহ বিভিন্ন মহল দীর্ঘদিন থেকে সকল ট্রেনই চাঁপাইনবাবগঞ্জ থেকে চালাানোর দাবিতে আন্দোলন করছে। অথচ দাবিটি পূরণ না হওয়ায় ২৫ লক্ষাধিক জনসংখ্যার জেলাবাসীকে বিভিন্ন দূর্ভোগ পোহাতে হচ্ছে। আম,সোনামসজিদ স্থলবন্দর সহ বিভিন্ন দিকে সমৃদ্ধ ও সম্ভাবনার জেলাবাসী নিরাপদ আধুনিক যোগাযোগ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বক্তব্য দেন সুজনের জেলা সম্পাদক মনোয়ার হোসেন, জেলা চেম্বার সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, সদর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহব্বায়ক আব্দুর রাহিম, সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খান সিনা ও রবিউল ইসলাম, জামায়াত নেতা আব্দুল আলীম ও গোলাম রাব্বানী।সুজন সম্পাদক বলেন,চাঁপাইনবাবগঞ্জ ষ্টেশন মাষ্টার কর্মসূচীর ব্যাপারে রেলের উর্ধতণ কর্তৃপক্ষকে জানিয়েছেন।কর্তৃপক্ষ এ ব্যাপারে ঢাকা বা রাজশাহী রেল ভবনে কর্মর্কর্তাদের সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছেন। অবিলম্বে সুজনের একটি প্রতিনিধিদল কর্তৃপক্ষের সাথে আলোচনা করবে। ৮ দফার অন্য দাবিগুলো হচ্ছে- চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত নতুন ডবল লাইন নির্মাণ, চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে ষ্টেশনের প্লাটফর্ম আধুনিকায়ন, জেলার রহনপুর রেলওয়ে শুল্ক ষ্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দর ঘোষণা, সকল আন্ত:নগর ট্রেনের জন্য রহনপুর পর্যন্ত কানেকটিং ট্রেন চালু, সদর উপজেলার আমনুরা বাইপাস ষ্টেশনে যাত্রাবিরতি রাখা,আমনুরাকে আধুনিক জংশনে রুপান্তর এবং ঢাকা থেকে নাটোর,রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সদর হয়ে জেলার সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত মহাসড়ককে ৬ লেনে উন্নত করা। এদিকে ৪টি ট্রেন চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চালানোর দাবিতে আগামীকাল সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ রেলষ্টেশনে অবস্থান, শান্তিপূর্ণ রেলপথ অবরোধ এবং জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করবে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, বলে জানিয়েছেন সমিতি সম্পাদক এড.দেলায়ার হোসেন। এদিকে আজকের কর্মসূচীর কারণে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী ১২৮ ডাউন মল্লিকা কমিউটার ট্রেনটি সোয়া ১০টার পরিবর্তে আধাঘন্টা পর পৌনে ১১টার দিকে ষ্টেশন ছেড়ে যায়।