রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

377

বগি লাইনচ্যুত হয়ে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বগিটি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ মিনেটে রাজশাহী রেলস্টেশনের পশ্চিম পাশে চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয় রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী জানান, সকাল ৭টা ৪৫ মিনেটে রাজশাহী রেলস্টেশনের পশ্চিম পাশে লাইন ক্রস করার সময় একটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জাহিদ আলী জানান, বগিটি উদ্ধারের পর রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।