রাজশাহীতে প্রেমিক হত্যাকাণ্ডের মূলহোতা র‌্যাবের হাতে গ্রেফতার

রাজশাহীর গোদাগাড়ীতে ‘প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে কিশোর খুন’ মামলার মূলহোতা ও এজাহারনামীয় ১নং আসামি রতন আলী কে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গতকাল দুপুরে রাজশাহী মহানগরীর বেলপুকুর বাইপাস মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেসবুকে প্রেমের সূত্র ধরে ১৪ বছরের এক নাবালিকার সাথে দেখা করতে গিয়ে গত ২০ অক্টোবর কিশোর শিহাব শেখকে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে একদল সন্ত্রাসী। চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর শিহাব মারা যায়। ঘটনাটি দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় শিহাবের পিতা বাদী হয়ে গোদাগাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। গতকাল তথ্যপ্রযুক্তির সহায়তায় রতনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-৫। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।