রাজশাহীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রাজশাহীর দুর্গাপুর থেকে ৮ মাসের সশ্রম সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৫। গ্রেফতার ব্যক্তি রাজশাহীর দুর্গাপুর থানার দেলুয়াবাড়ি কিশোরপুর এলাকার মওলা মন্ডলের ছেলে মোসলেম মন্ডল। র্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মোসলেম মন্ডল দীর্ঘদিন ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর তাকে দূর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।