রাজশাহীতে প্রয়াসের কর্মশালা
রাজশাহীতে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রাজশাহী পোস্টাল একাডেমিতে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় ক্ষুদ্রঋণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষে আয়োজিত সমাবেশে এলাকাভিত্তিক চলমান ক্ষুদ্রঋণ কার্যক্রমের বর্তমান অবস্থা ও আগামীতে কিভাবে অগ্রগতি আনা যায়, তার ওপর রিপোর্টভিত্তিক পর্যালোচনা করা হয়।
সমাবেশে মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা সম্পর্কিত তথ্য তুলে ধরেন মাঠকর্মী ও ইউনিট ম্যানেজারগণ। সমস্যার সমাধান কীভাবে করা যাবে তা নিয়ে আলোচনা করেন প্রয়াসের পরিচালক পঙ্কজ কুমার সরকার। সঞ্চয় ও ঋণস্থিতি বৃদ্ধিকরণে সহায়ক ভূমিকা পালন করায় মোট ১২ জনকে পুরস্কৃত করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, জ্যেষ্ঠ সহকারী পরিচালক (নিরীক্ষা) আবুল খায়ের খান, সহকারী পরিচালক জুলফিকার আলী, মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক শাহাদাৎ
হোসেনসহ রাজশাহী জোনের জোন প্রধান, আঞ্চলিক ব্যবস্থাপক, ইউনিট ব্যবস্থাপক, মাঠকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় কাজের অগ্রগতি নিয়ে আলোচনা ও আগামীতে আরো ভালো করার পরামর্শ দেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন।