রাজশাহীকে হারিয়ে প্রথম জয় চিটাগাংয়ের

বিপিএলে একদিনের ব্যবধানে বিপরীত চিত্রটাও দেখল দুর্বার রাজশাহী। গতকাল তাসকিন আহমেদের রেকর্ড ম্যাচে জয় পেলেও আজ হার নিয়ে মাঠ ছেড়েছে রাজশাহী। চিটিগাং কিংসের কাছে ১০৫ রানে হেরেছে তারা। প্রথমে ব্যাট করে পাকিস্তানি ব্যাটার উসমান খানের সেঞ্চুরিতে ২২০ রানের লক্ষ্য দেয় চিটাগাং। নিজেদের তৃতীয় ম্যাচে এই বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১১৪ রানে অলআউট হয় রাজশাহী। এতে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে বিপিএলের ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ জয় পায় চিটিংগা। এর আগে ১০৫ রানের জয় পেয়েছে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ওয়ারিয়র্সও। এবারের বিপিএলে বন্দর নগরীর দলটির প্রথম জয়। চিটাগাংয়ের হয়ে ১৭ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার অফ স্পিনার আলিস আল ইসলাম। আলিসের মতো সমান ৩ উইকেট নিলেও আরেক বাঁহাতি স্পিনার আরাফাত সানি খরচ করেছেন ২৩ রান। এবারের বিপিএলে প্রথম সেঞ্চুরি করেছেন উসমান। দলটির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেছেন ইংল্যান্ডের গ্রাহাম ক্লার্ক।