রাজপথে ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান

235

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে রাজপথে, ঐতিহাসিক ‘দ্যা মল’-এ। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডকে বাঁচাতে বাকিংহাম প্যালেস ও ট্রাফালগার স্কোয়ারের সংযোগস্থলে এই বিখ্যাত খোলা রাস্তায় এবার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান করার উদ্যোগ নিয়েছে আইসিসি। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে নাচ, গান বিনোদনেসহ আরও আয়োজনের পরিকল্পনা করছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার। জানা গেছে, ৪ এপ্রিল থেকে উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু হবে আইসিসির সাইটে। প্রায় ৪০০০ মানুষ টিকিট কেটে অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন।  ২০ বছর আগে লর্ডসে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের পর মাঠটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই এবার এই উদ্যোগ আয়োজকদের। ৩০ মে শুরু হবে বিশ্বকাপ। প্রথম ম্যাচে আয়োজক ইংল্যান্ড খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তার আগে হবে এক ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠান। শেষবার ইংল্যান্ডে বিশ্বকাপ হয়েছিল ১৯৯৯ সালে। ২০ বছর পর ফের ইংল্যান্ডে হচ্ছে বিশ্বকাপ।