রাখাইনে বোমা বিস্ফোরণের ঘটনায় ছয়জন আটক

183

মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিত্তেতে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে কমপক্ষে ৬ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের সবাই জাতিগত রাখাইন বৌদ্ধ। স্থানীয় পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
সিত্তে নগর পুলিশ স্টেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মহানগর আদালত আটককৃতদের দুই সপ্তাহের রিমান্ড মঞ্জুর করেছে। আটককৃতদের মধ্যে একজন মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান ন্যাশনাল কাউন্সিল-এএনসি’র সদস্য।
এএনসি মিয়ানমারের জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর মাতৃ সংগঠন ইউনাইটেড ন্যাশনালিটিজ ফেডারেল কাউন্সিলের অন্যতম সদস্য। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, আটকদের মধ্যে এএনসির কেন্দ্রীয় কমিটির একজন সদস্য রয়েছেন।
গত শনিবার ভোরে রাখাইন রাজ্যের রাজধানী সিত্তের পৃথক স্থানে তিনটি বোমা বিস্ফোরণ ঘটে। এতে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত দুইজন আহত হন। এরমধ্যে রাজ্য সরকারের সচিবের বাড়িতে একটি বোমা আঘাত হানে। বাকি দুইটি আঘাত হনে পৃথক দুই শহরের একটি অফিসের সামনে ও একটি রাস্তায়। সেখানে তিনটি অবিস্ফোরিত বোমাও পাওয়া গেছে।