রহনপুর ষ্টেশন থেকে ম্যাংগো স্পেশাল ট্রেনটি চালু হচ্ছে আগামীকাল

262

গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলওয়ে ষ্টেশন থেকে দেরীতে হলেও ম্যাংগো স্পেশাল ট্রেনটি চালু হচ্ছে আগামীকাল। ওইদিন সকাল সাড়ে দশটায় রহনপুর ষ্টেশন চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে ট্রেনটি চালুর উদ্বোধন করা হবে। এছাড়া সূচী অনুযায়ী ট্রেনটি বিকেলে চারটায় রহনপুর হতে পণ্য নিয়ে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাবে। উদ্বোধনের পর থেকে প্রতিদিন যথাসময়ে চলাচল করবে ট্রেনটি। তবে এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানিয়েছেন এত দেরীতে ট্রেনটি চালু করায় তাঁরা হতাশা হয়েছেন। বিভিন্ন জাতের আম এখন শেষের দিকে। বেশি টাকা দিয়ে কুরিয়ার সার্ভিসে অভ্যস্থ হয়ে পড়েছে। তবে দেরীতে হলেও অনেকে স্বাগত জানিয়েছেন। যাতে তাঁরা কম খরচে ট্রেনটিতে আমসহ অন্যান্য পণ্য সামগ্রী ঢাকায় পৌঁছাতে পারবে। রহনপুর রেলওয়ে ষ্টেশন মাস্টার মির্জা কামরুল ইসলাম বলেন, ট্রেনটি উদ্বোধনের পর বিকেল চারটায় আমসহ অন্যান্য মালামাল নিয়ে ঢাকায় পৌঁছাবে। আগামীকাল সকাল থেকে ষ্টেশন কাউন্টারে আম, শাকসবজি, ফলমূল ও ডিম ইত্যাদি পণ্য বুকিং নেওয়া হবে। গত দুইবছর ধরে একই ভাড়া এক টাকা ৩০ পয়সা কেজি দরে আম পরিবহণ করবে ট্রেনটি। তিনি জানান ওইদিন সকালে রহনপুর রেলষ্টেশন চত্বরে ট্রেনটির উদ্বোধন করবেন পশ্চিমাঞ্চলের রেলের (জিএম) অসীম কুমার তালুকদার। এ সময় বর্তমান ও সাবেক সংসদ সদস্য, রহনপুর পৌর মেয়র, রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্যবর্গ ও ব্যবসায়ীরা উপস্থিত থাকবেন।