রহনপুর রেলওয়ে স্টেশন থেকে ম্যাংগো স্পেশাল ট্রেনের শুভ উদ্বোধন

349

চাঁপাইনবাবগঞ্জ রহনপুর রেলওয়ে স্টেশন থেকে ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন করা হয়েছে। আজ বিকেল চারটায় রেলস্টেশন চত্বরে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ট্রেনটির উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের রাজশাহী বিভাগীয় প্রধান পরিবহণ কর্মকর্তা শহিদুল ইসলাম। এ সময় রেলের কর্মকর্তাদের মধ্যে ছিলেন, পশ্চিমাঞ্চলের রেলওয়ের ব্যবস্থাপক শহিদুল ইসলাম, বিভাগীয় বাণিজিক কর্মকর্তা পাকশী নাসিরুদ্দীন,সহকারী প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক জাহিদুল হাসান, রহনপুর রেলওয়ের স্টেশন মাস্টার মির্জা কামরুল ইসলামসহ অন্যান্য রেলের কর্মকর্তারা। এছাড়া স্থানীয় সাবেক সাংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস ও গোমস্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি শহিদুল ইসলাম বলেন, গত তিন বছর ধরে আম ব্যবসায়ীদের জন্য ম্যাংগো স্পেশাল ট্রেন চালু রয়েছে। কম খরচে রহনপুর রেল স্টেশন থেকে ১.৩১ টাকায় ঢাকায় আম পরিবহন করতে পারবে জেলাবাসী। তিনি আরো বলেন, জেলাবাসী চাহিদা থাকা পর্যন্ত ম্যাংগো স্পেশালটি চালু রাখা হবে। এদিকে ম্যাংগো স্পেশাল ট্রেনটিতে প্রায় ৩ হাজার কেজি আম চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেল স্টেশন থেকে ঢাকা পাঠানো হয়েছে।