রহনপুর মুক্ত মহাদল স্কাউট গ্রুপের ৪০তম পূর্তি উৎসব

103

নানা আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর মুক্ত মহাদল স্কাউট গ্রুপের ৪০তম পূর্তি উৎসব উদ্যাপন করা হয়েছে। আয়োজনের মধ্যে ছিল- জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ, র‌্যাফেল ড্র, পুতুল নাচসহ সাংস্কৃতিক অনুষ্ঠান।
আজ শনিবার সকালে সংগঠনের কার্যালয়ে পতাকা উত্তোলনের পর শোভাযাত্রাটি রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তানন্দ উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শারফুদ্দিন আহমেদ। এতে স্বাগত বক্তব্য দেন মুক্ত মহাদল স্কাউট গ্রুপের সম্পাদক নুরুজ্জামান বাবু।
অতিথি হিসেবে বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য মু. জিয়াউর রহমান ও গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক উপপরিচালক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুস সাত্তার বিশ্বাস, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মুক্ত মহাদল গ্রুপের সদস্য ড. নজিবুর রহমান লিটন, নওগাঁ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জাবেদ ইকবাল, জেলা পরিষদ সদস্য হালিমা খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, মহন্ত ক্ষিতিশ চন্দ্র আচারী ও এসভেনটেক্সের কান্ট্রি ডিরেক্টর ফেরদৌস ইসলাম।
বিকেলে স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।