Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

রহনপুর পৌর ভবন নির্মাণে নিম্ন মানের ইট ব্যবহারের অভিযোগ নির্মাণ কাজ বন্ধ

রহনপুর পৌর ভবন নির্মাণে নিম্ন মানের ইট ব্যবহারে অভিযোগ এনে পৌর ভবন নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে পৌর কাউন্সিলররা। আজ সকালে রহনপুর পুরাতন বাজার সড়কে নির্মাণাধীন পৌর ভবনে ৪ জন পৌর কাউন্সিলর উপস্থিত হয়ে সংশ্লিষ্ট ঠিকাদারকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় তারা। এ সময় উপস্থিত পৌর মেয়র তারিক আহমদকে উপস্থিত কাউন্সিলররা নির্মাণ কাজের অনিয়ম তুলে ধরলে তিনি ঠিকাদারের পক্ষে সাফাই গান। এ নিয়ে উপস্থিত কাউন্সিলরদের সাথে মেয়রের বাকবিতন্ডায় হয়। এর আগে নির্মান কাজের অনিয়মের প্রতিবাদ করায় পৌর মেয়রের রোষানলে পড়ে সহকারী প্রকৌশলী আব্দুল মালেক। কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ডের আশরাফুল ইসলাম কাজল, ২ নং ওয়ার্ডের জাহিদ হাসান মুক্তা, ৩ নং ওয়ার্ডের আনম ফকরুল ইসলাম মানিক ও ৯ নং ওয়ার্ডের আব্দুস সালেক। উল্লেখ্য, পৌর ভবন নির্মাণের শুরু থেকে নিম্ন মানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ করে আসছে পৌর কাউন্সিলরসহ স্থানীয় জন সাধারণ।

Exit mobile version