রহনপুর পৌরসভায় শোকাবহ মাস উপলক্ষ্যে বিসিবির পণ্য বিক্রি

170

শোকাবহ আগষ্টসাস উপলক্ষ্য ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ভর্তুকি মূল্যে রহনপুর পৌরসভায় পণ্য বিক্রি শুরু করেছেন। আজ সকালে রহনপুর খোঁয়াড়মোড়ে ফাহমিদা স্টোরে পণ্যসামগ্রী বিক্রি শুরু করেন। প্রথমদিনে পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এ পণ্য ক্রয় করছেন। টিসিবির পণ্য বিক্রেতা রুহুল আমিন বলেন, সকাল থেকে দুই ওয়ার্ডের কার্ডধারী বাসিন্দারা ভর্তুকী মূল্য এ পণ্য ক্রয় করেছেন। এর মধ্যে ১ নম্বর ওয়ার্ডে ৩৩৫ জন ও ২ নং ওয়ার্ডে ৩২০ জন রয়েছেন। একজন কার্ডধারী ৪০৫ টাকায় এ পণ্য ক্রয় করে নিয়ে যাচ্ছেন। যার মধ্যে ৫৫ টাকা কেজি দরে দুই কেজি চিনি, ৬৫ টাকা দরে দুইকেজি মসুর ডাল ও ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল ভর্তুকি মূল্যে বিক্রি করা হচ্ছে। রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান বলেন, পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে এই টিসিবির পণ্য পাওয়া যাবে।