রহনপুর পৌরসভার ৫৩ কোটি টাকার বাজেট ঘোষণা

124

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৫৩ কোটি ৯ লাখ ৫৩ হাজার ৩৮৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে রহনপুর পৌর মেয়রের কার্যালয়ে এই বাজেট পেশ করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা খাইরুল হক। প্রস্তাবিত এ বাজেটে রাজস্ব খাতে ৭ কোটি ৫২ লাখ ৪৬ হাজার ৭৩৮ টাকা ও প্রারম্ভিক স্থিতিসহ উন্নয়ন খাতে ৪৫ কোটি ৫৭ লাখ ৬ হাজার ৬৪৫ আয় ধরা হয়েছে। এছাড়া রাজস্ব খাতে উদ্বৃত্তসহ ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৯৭৭ টাকা। উন্নয়ন খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৪৫ কোটি টাকাসহ সমাপনী স্থিতি ধরা হয়েছে ১ কোটি ৩২ লাখ ৬৩ হাজার ৪০৬ টাকা। মূলধন হিসেবে আয় ও ব্যয় ধরা হয়েছে ৮০ লাখ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান। অন্যদের মধ্যে বক্তব্য দেন- রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক।
এসময় উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র জাহানারা পারভীন, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
বাজেট ঘোষণার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌর মেয়র মতিউর রহমান খান।