01713248557

sm@radiomahananda.fm

LIVE

রহনপুর পৌরসভার ২৩ জন অস্থায়ী কর্মচারীকে পুনর্বহাল

অব্যাহতির ৪ দিনের মাথায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার ২৩ জন অস্থায়ী কর্মচারীকে পুনর্বহাল করা হয়েছে। আজ অনুষ্ঠিত পৌরসভা পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে গত রবিবার তাদের চলতি মাস থেকে কাজে না আসার জন্য মৌখিক নির্দেশনা দেয়া হয়। এবিষয়ে সোমবার অব্যাহতি পাওয়া কর্মচারীরা পৌর প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার শরণাপন্ন হলে তাদের বিষয়টি বিবেচনার আশ্বাস দেয়া হয়। এরই ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত পৌর পরিচালনা পর্ষদের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে বর্তমান পৌর প্রশাসক ও ইউএনও নিশাত আনজুম অনন্যা জানান, অনুষ্ঠিত পৌর পরিচালনা পর্ষদের সভায় আগের সিদ্ধান্তটি স্থগিত করা হয়েছে। এখন তারা স্ব-স্ব পদে কাজ করতে পারবে।