রহনপুর পৌরসভার ২১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

45

রহনপুর পৌরসভার ২৮ টি উন্নয়ন প্রকল্পের মধ্যে প্রথমদিনে ২১টির উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে রহনপুর পৌর এলাকার বাবুরঘন মহল্লায় ২টি রাস্তার কাজের উদ্বোধনের মধ্যদিয়ে এ উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়। আগামীকাল দ্বিতীয় দিন আরও ৭ টি কাজের উদ্বোধন করা হবে। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সংসদ সদস্য জিয়াউর রহমান প্রধান অতিথি থেকে এই উন্নয়ন প্রকল্পগুলোর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক, উপ- সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলামসহ সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয়রা। প্রধান অতিথি সংসদ সদস্য জিয়াউর রহমান বলেন, রহনপুর পৌরসভাকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করা হবে। তিনি আরও বলেন শীঘ্রই দুইশত কোটির টাকার প্রজেক্ট অন্তর্ভুক্ত করা হবে। পৌর এলাকার সকল কবরস্থান মন্দির,মাদ্রাসা, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান, ড্রেনেজ ব্যবস্থা সক্রিয়ভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। একই সঙ্গে অলিতেগলিতে টেঁকসই রাস্তা নির্মাণ করে দেওয়া হবে। রহনপুর পৌরসভাকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। উল্লেখ্য, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে রহনপুর পৌর এলাকার ৯টি ওর্য়াডের বিভিন্ন এলাকায়র ২৭ টি রাস্তা ও ১ টি ড্রেন নির্মাণ করা হবে।