Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

রহনপুর পৌরসভার বাজেট ঘোষণা

গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ২০২২-২৩ অর্থবছরে নতুন কর আরোপ ছাড়াই ৫০ কোটি ৯২ লাখ ১০ হাজার ৬৬৯ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। আজ দুপুরে পৌর মেয়রের কার্যালয়ে বাজেট ঘোষণা করেন রহনপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা খাইরুল হক। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে মোট আয় ধরা হয়েছে ৭ কোটি ৩৭ লক্ষ ৫৪ হাজার ২৪  টাকা, স্থিতিসহ উন্নয়ন খাতে ৪৪ কোটি ৩২ লাখ ৬ হাজার ৬৪৫ টাকা আয় ধরা হয়েছে। বাজেটে রাজস্ব খাতে ৬ কোটি ৩৯ লক্ষ ৩৩ হাজার ২১৬ টাকা এবং উন্নয়ন খাতে ৪২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া রাজস্ব ও উন্নয়ন মিলে সমাপনী স্থিতির ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭৭ লাখ ৭৭ হাজার ৪৫৩ টাকা। বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহনপুর পৌর মেয়র  মতিউর রহমান খাঁন। এতে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ খান, প্যানেল মেয়র জাহানারা পারভিনসহ অন্যরা। বাজেট শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌর মেয়র মতিউর রহমান খান।

Exit mobile version