রহনপুর পৌরসভার উদয়নগর মহল্লায় পাকা সড়ক নির্মাণের অভাবে জনদূর্ভোগ চরমে

614

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার উদয়নগর উত্তর মহল্লায় পাকা সড়ক নির্মাণ না করায় মহল্লাবাসীকে চরম জনদূর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মওসুমে সীমাহীন দূর্ভোগ পোহাতে হয়। এলাকাবাসীর অভিযোগ, প্রায় ২২ বছরের পূর্বে এ পৌরসভা হওয়ার পর তা ১ম শ্রেণীতে উন্নীত হয়েছে। বেড়েছে জনগণের ঘাড়ে কয়েকগুন ট্রাক্স। অথচ উক্ত মহল্লায় আদৌ কোন পাকা সড়ক নির্মাণ হয়নি। ফলে এলাকাবাসী এ কাঁচা রাস্তাটি পাকাকরণের জন্য পৌর কর্তৃপক্ষের নিকট বহুবার দেন-দরবারসহ আবেদন-নিবেদন করেছে; কিন্তু পৌরসভার হওয়ার পর থেকে শুধুই আশ্বাসের বাণী ছাড়া তাদের ভাগ্যের কোন পরিবর্তন ঘটেনি। এদিকে একটি নির্ভরযোগ্য সূত্রমতে, এ মহল্লার রাস্তা পাকাকরনের জন্য পৌর কর্র্তৃপক্ষ এ পর্যন্ত কোন প্রজেক্ট পাশের জন্য তা মন্ত্রণালয়ে প্রেরিত হয়নি। জনমনে প্রশ্ন উঠেছে এ কাঁচা রাস্তাটি আদৌ পাকা হবে কি?