রহনপুর জ্ঞানচক্র একাডেমির আয়োজনে পিঠা উৎসব উদযাপন
গোমস্তাপুর উপজেলার রহনপুর জ্ঞানচক্র একাডেমি আয়োজনে পিঠা উৎসব উদযাপন করা হয়েছে। দিনব্যাপি এই উৎসবে ফিতা কেটে উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এসময় উপস্থিত ছিলেন আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইসাহাক আলী, জ্ঞানচক্র একাডেমীর পরিচালক সারোওয়ার হাবিব, প্রধান শিক্ষক নায়েমা খাতুন সহ অন্যরা। এদিকে প্রতিষ্ঠানটিতে সকাল থেকে নাচগান, বাহারী নকশা ও হরেক রকম মজাদার পিঠা নিয়ে চলে এই উৎসব। বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীরা ৮টি স্টলে হরেক রকম মজাদার পিঠা প্রদর্শিত করেন। সেই সঙ্গে শিক্ষার্থীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে পিঠা উৎসব অংশ নেয়া ৩জন শিক্ষার্থীকে বিজয়ী করেন।