রহনপুরে মৎস্য চাষিদের উপকরণ বিতরণ ও কৃষি ইউনিটের সমন্বয় সভা

131

রহনপুরে মৎস্যচাষিদের মধ্যে মাছ চাষের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। আজ প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-৭ রহনপুর উপকরণগুলো বিতরণ করে। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রয়াসের কর্মসূচি ব্যবস্থাপক ফারুক আহমেদ, জোন প্রধান আবুল কালাম আজাদ, আঞ্চলিক ব্যবস্থাপক মনিরুজ্জামান, ইউনিট ব্যবস্থাপক জামাল হোসেন, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ অন্যা কর্মকর্তাবৃন্দ। উপকরণগুলোর মধ্যে ছিল- চুন, রোটেনন, ঝাঁকিজাল, ভার্মি কম্পোস্ট সার, টিএসপি, ইউরিয়া, পুকুর পাড়ে সবজি চাষের জন্য বিভিন্ন সবজি চারা, পেঁপে চারা, তথ্যবুক ও সাইনবোর্ড।

এদিকে, রহনপুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কৃষি ইউনিটের (কৃষি খাত) আওতায় উপজেলা পরিকল্পনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার প্রয়াসের ইউনিট-৭ রহনপুরের এ সভায় উপস্থিত ছিলেন- গোমস্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ আলী, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা নাসির উদ্দিন, উপজেলা প্রাণি সম্প্রসারণ কর্মকর্তা রুবেল হোসেন, প্রয়াসের কর্মসূচি ব্যবস্থাপক ফারুক আহমেদ, জোন প্রধান আবুল কালাম আজাদ, আঞ্চলিক ব্যবস্থাপক মনিরুজ্জামান, ইউনিট ব্যবস্থাপক জামাল হোসেন, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ অন্যা কর্মকর্তাবৃন্দ।