রহনপুরে মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

380

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে বুধবার থেকে শুরু হয়েছে মুরগি পালন বিষয়ক দু-দিনের প্রশিক্ষণ কর্মশালা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর অর্থায়নে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-৭ রহনপুরে সকালে কর্মশালার উদ্বোধন করেন, ভোলাহাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আল মামুন হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রয়াসের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহরিয়ার কামাল ও কৃষিবিদ মো. হামিদ হোসাইন, ইউনিট- ০৭ এর ব্যাবস্থাপক অলকা রাণী হিসাব রক্ষক মো. আরমান আলী ও প্রোগ্রাম অফিসার টেকনিক্যাল মো : মেসবাউল হক।  প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের আওতায় ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে এ কর্মশালায় অংশগ্রহণকারীদের মুরগি পালনের উত্তম ব্যবস্থাপনা বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়। কর্মশালায় রহনপুরের সোনাপুর ও গোমস্তাপুর এলাকার ২৫ নারী সদস্য অংশগ্রহণ করেন। কর্মশালার মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা। মুরগি পালনে জৈব-নিরাপত্তা,  টিকা প্রদান এবং বাসস্থান বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় উক্ত প্রশিক্ষণে।