রহনপুরে প্রতারণা করে টাকা আত্মসাতের অভিযোগে আটক ৪ জন

118

রহনপুরে ৪ কোটি টাকার অতি মূল্যবান মুদ্রা বিক্রির নামে প্রতারণা করে সাধারণ মানুষের লাখ টাকা আত্মসাতের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। গতকাল বিকেলে রহনপুর পৌরসভার মুক্তাশা হল রোডের একটি দোকানের ভেতর হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম।
র‌্যাব জানায়, ৪ কোটি টাকার অতি মূল্যবান মুদ্রা বিক্রির নামে প্রতারণা করে সাধারণ মানুষের লাখ টাকা আত্মসাতকারী প্রতারক চক্রের মূলহোতাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনÑ সাবাহান নগর রহনপুর কলোনির জোহাক আলীর ছেলে রবিউল ইসলাম, সাহেবগ্রামের মৃত সাজ্জাদ আলীর ছেলে এরফান আলী, রহনপুর ডাকবাংেলা পাড়ার জোবদুল হকের ছেলে ওবায়দুল ইসলাম ও নওগাঁ জেলার বদলগাছী উপজেলার দেউলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আশরাফুল ইসলাম।