রহনপুরে পূর্ণাঙ্গ রেলবন্দরের দাবিতে স্থানীয় সাংবাদিকদের প্রতীকী অনশন

250

রহনপুরে পূর্ণাঙ্গ রেলবন্দরে দাবিতে ও রেলবন্দর বাস্তবায়ন পরিষদের চলমান আন্দোলনকে সমর্থন জানিয়ে প্রতীকী অনশন করেছে স্থানীয় সাংবাদিকরা। আজ রহনপুর রেলওয়ে স্টেশন চত্বরে এ প্রতীকী অনশন চলে। গোমস্তাপুর-নাচোল- ভোলাহাট উপজেলার সাংবাদিক সমাজের ব্যানারে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপি চলে এ কর্মসূচী। পরে স্থানীয় ব্যক্তিবর্গ, রেলবন্দর বাস্তবায়ন পরিষদের নেতারা ও রহনপুর এবি সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা দুপুর ১২টার দিকে সাংবাদিকদের প্রতীকী অনশনে এসে পানি পান করান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক উপপরিদর্শক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বিশ্বাস,রহনপুর ইউসুফ আলী কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান, সমাজ সেবক আব্দুল জব্বার, রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম, আব্দুল মতিন ও হাবিবুর রহমান। এতে সংহতি প্রকাশ করেন উপস্থিত হন রেলবন্দর  বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক নাজমুল হুদা খান রুবেল, যুগ্ন-আহবায়ক সিরাজুল ইসলাম টাইগার, সদস্য পারভেজ শেখ, আজিজুর রহমান, তোহিদুজ্জামান বাবু। প্রতীকী অনশনে সাংবাদিকরা রহনপুরকে পূর্ণাঙ্গ রেলবন্দরে পরিণত করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। এ সময় গোমস্তাপুর-নাচোল- ভোলাহাট উপজেলার অর্ধশতাধিক সাংবাদিক প্রতীকী অনশনে অংশ নেন।