রহনপুরে পূর্ণাঙ্গ রেলবন্দর স্থাপনের দাবি : পশ্চিমাঞ্চল জিএমের সঙ্গে মতবিনিময়ে তিন উপজেলার নেতৃবৃন্দ

164

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দর স্থাপনের দাবিতে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদারের সাথে মতবিনিময় করছেন রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ।
সোমবার দুপুরে রাজশাহী রেলভবন মিলনায়তনে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেনÑ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ আমিনুল ইসলাম, সাবেক সংসদ সদস্য মু. জিয়াউর রহমান ও গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রেজা, নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদের, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান ও নাচোল পৌর মেয়র আবদুর রশিদ খান ঝালু।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ভোলাহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দবিড়উদ্দিন, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামালউদ্দিন, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল আলম শ্যামল, গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাইরুল ইসলাম, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমেদ, সিঅ্যান্ডএফ এজেন্ট আলহাজ সেতাবউদ্দিন, নাচোল উন্নয়ন ফোরামের সদস্য সচিব আমানুল্লাহ মাসুদ, রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হুদা খান রুবেল, রহনপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি সৈয়দ ফারুক হোসেন, গোমস্তাপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগারসহ গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।