Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

রমজান আসলেই ব্যবসায়ীরা সুযোগ নেন বলেছেন বাণিজ্যমন্ত্রী

রমজান শেষের দিকে, ঈদ সামনে। সেজন্য চিনির বাজারে কিছুটা প্রভাব পড়েছে। চাহিদা বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা দাম বাড়িয়েছেন। এই সময়ে ব্যবসায়ীরা সুযোগ নিয়েই থাকেন। আজ দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন। ঈদকে সামনে রেখে বাণিজ্য মন্ত্রণালয় চিনির দাম কমানোর ঘোষণা দেয়ার পরও বাজারে দাম বেড়েছে- এ বিষয়ে জানতে চাইলে টিপু মুনশি বলেন, সম্প্রতি লক্ষ্য করেছি যে চিনির দাম একটু ঊর্ধ্বমুখী। বলেছিলাম দাম ৫ টাকা কমাব। পরে হিসাব করে দেখা যায়, তিন টাকা ৫০ পয়সা কমানো যায়।

Exit mobile version