রমজানে ভোগ্যপণ্যের এলসি স্বাভাবিক করতে বাংলাদেশ ব্যাংককে চিঠি

88

রমজানে নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে যখন সরকার ও ব্যবসায়ী মহলে পরিকল্পনা চলছে, তখন ভোগ্যপণ্যের এলসি স্বাভাবিক করতে প্রায় ৩ বিলিয়ন ডলারের বিশেষ ব্যবস্থা করার তাগিদ দিয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রমজান এলেই ডাল, চিনি, ছোলা, পেঁয়াজ, তেলসহ বেশ কয়েকটি পণ্যের চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। অথচ হিসাব বলছে, গত ডিসেম্বর পর্যন্ত তিন মাসে স্বাভাবিক সময়ের তুলনায় চিনির আমদানি কমেছে ২৮ শতাংশ। অপরিশোধিত সয়াবিন ও পামতেলের আমদানি কম ৪৭ ও ৯৯ শতাংশ। ছোলা ৪৭ ও খেজুরের আমদানি কমেছে ৩০ শতাংশ। এদিকে ভোগ্যপণ্যের বাজার ঠিক রাখতে নানা উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় উদ্যোগী বাণিজ্য মন্ত্রণালয়। ইতোমধ্যে দরকারি ভোগ্যপণ্য আমদানিতে ব্যাংকে ডলার সরবরাহ করতে দফায় দফায় চিঠি দেয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংককে।