রবীন্দ্রনাথে পাঁচদিন প্রাঙ্গণেমোর

239

রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা অবলম্বনে রচিত পাঁচ নাটক নিয়ে বিশেষ আয়োজন করেছে ঢাকার প্রথম সারির নাটকের দল প্রাঙ্গণেমোর। নগরীর বেইলি রোডে নবনির্মিত মহিলা সমিতি মঞ্চে এ পাঁচ নাটক মঞ্চস্থ হবে। আগামি ২-৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটকগুলো প্রদর্শিত হবে বলে জানিয়েছেন প্রাঙ্গণেমোরের প্রতিষ্ঠাতা, নির্দেশক নূনা আফরোজ। পাঁচ দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করবেন প্রখ্যাত নাট্যজন সৈয়দ জামিল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইডিএলসি ব্যাংকের সিইও আরিফ খান। উদ্বোধন শেষে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে ‘শেষের কবিতা’ নাটকটি। এর নাট্যরূপ দিয়েছেন অনন্ত হীরা। নির্দেশনায় রয়েছেন নূনা আফরোজ। নূনা আফরোজ বলেন, ‘‘রবীন্দ্রনাথ ঠাকুরের পাঁচটি প্রযোজনা আমাদের আছে। তাই ভাবলাম, রবীন্দ্রনাথের নাটক নিয়ে একটা বিশেষ আয়োজন করি না কেন! তাছাড়া রবীন্দ্রনাথের নাটক বিশেষ দিবসে আটকে থাকবে তা আমরা কখনই মনে করি না। প্রাঙ্গণেমোর থেকে আমরা সারা বছরই রবীন্দ্রনাথের নাটক মঞ্চস্থ করে থাকি। আর তাই তো বিশেষ আয়োজন ‘রবীন্দ্রনাথে পাঁচদিন প্রাঙ্গণেমোর’।’’ এ আয়োজনের দ্বিতীয় দিন অর্থাৎ ৩ নভেম্বর মঞ্চস্থ হবে ‘শ্যামাপ্রেম’ নাটকটি। এটি রচনা করেছেন চিত্তরঞ্জন ঘোষ। নির্দেশনা দিয়েছেন অনন্ত হীরা। ৪ নভেম্বর প্রদর্শিত হবে ‘আমি ও রবীন্দ্রনাথ’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন নূনা আফরোজ। ৫ নভেম্বর মঞ্চস্থ হবে ‘রক্তকরবী’। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এ নাটকটির নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। ৬ নভেম্বর প্রদর্শিত হবে ‘চার অধ্যায়’। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনায় রয়েছেন নূনা আফরোজ।