রণবীরের বিলাসবহুল ল্যাম্বরগিনি

234

বলিউডের এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। অভিনয় ক্যারিয়ারে বেশ ভালো সময় পার করছেন তিনি। এ অভিনেতার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা পদ্মাবত, সিম্বা, গলি বয়— প্রত্যেকটিই বক্স অফিসে ব্যবসাসফল। এর মধ্যে গলি বয় তো ৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারে সেরা ‘বিদেশি ভাষার সিনেমা’ হওয়ার প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করছে।

সদ্য একটি বিলাসবহুল গাড়ির মালিক হয়েছেন রণবীর। লাল রঙের ল্যাম্বরগিনি ইউরাস গাড়িটির দাম ৩ কোটি রুপি। বলা হচ্ছে, বিশ্বের প্রথম সুপার ইউটিলিটি ভেহিকল এটি। নতুন গাড়িটির নিবন্ধন এখনো হয়নি। তবে গাড়ির চাবি হাতে পেয়ে নিজেই চালিয়ে বাড়িতে নিয়ে যান এ অভিনেতা।

স্টিয়ারিং হাতে ক্যামেরাবন্দি হয়েছেন বাজিরাও মাস্তানি অভিনেতা। গাড়ির রঙের সঙ্গে মিলিয়ে এ সময় তার মাথায় ছিল ভেলভেটের হ্যাট। চোখের ইশারায় ফটোসাংবাদিকদের বুঝিয়ে দিয়েছেন বেশ উচ্ছ্বসিত তিনি।

রণবীরের পরবর্তী সিনেমা ’৮৩। এটির গল্প ১৯৮৩ সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ভারতীয় দলের বিজয় নিয়ে। এতে সেই সময় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কপিল দেবের ভূমিকায় দেখা যাবে রণবীরকে। তার স্ত্রীর চরিত্রে পর্দায় হাজির হবেন দীপিকা পাড়ুকোন। সিনেমাটি পরিচালনা করছেন কবির খান। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— তাহির রাজ বাসিন, অমৃতা পুরি, সাকিব সেলিম প্রমুখ।