রজার ফেদেরারের খেলা দেখতে গ্যালারিতে টেন্ডুলকার

587

সুইজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেদেরার খেলা দেখতে উইম্বলডনের গ্যালারিতে উপস্থিত ক্রিকেট জগতে ভারতের সাবেক মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। উইম্বলডনে শুক্রবার পুরুষ এককের সেমিফাইনালে ফেদেরার খেলা দেখতে হাজির হয়েছিলেন তিনি এবং দেখেছেন পুরো ম্যাচ। করতালি দিয়েই প্রিয় খেলোয়াড় ফেদেরারকে উৎসাহ দিয়েছেন ম্যাচের পুরো সময় জুড়ে। আর এমন ম্যাচে এগারতম বাছাই চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচকে হারিয়ে ১১তমবারের মত উইম্বলডনের ফাইনালে উঠলেন ফেদেরার। ক্রিকেটের পর টেন্ডুলকারের পছন্দের খেলা- টেনিস। টেনিস জগতে ফেদেরার ভক্ত টেন্ডুলকার এমন খবর বিশ্ব ক্রিকেটের সবারই জানা। কোন গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনাল বা ফাইনালে ফেদেরার খেলা থাকলেই তা সামনা-সামনি বসে উপভোগ করার চেষ্টা করেন টেন্ডুলকার। অতীতেও এমন ঘটনা ঘটেছে বহুবার। আর যদি সামনা-সামনি দেখতে না পারেন, তবে তা টিভি সেটে বসেই দেখে নেন তিনি। এ বিষয়ে অতীতে টেন্ডুলকার বলেছিলেন, ‘সুযোগ পেলে চেষ্টা করি সামনা-সামনি ফেদেরার খেলতে দেখতে। কিন্তু সব সময় না পারলেও টিভি সেটের সামনে ফেদেরার সব ম্যাচই দেখি আমি।’ তাই আরও একবার সামনা-সামনি ফেদেরার খেলা দেখলেন টেন্ডুলকার। উইম্বলডনের সেমিফাইনালে বার্ডিচের মুখোমুখি হয়েছিলেন ফেদেরার। সেই ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির টেন্ডুলকার। সেখানেই তিনি বলেন, ‘সব সময়ই এখানে আসাটা আমার জন্য অন্যরকম এক অনুভূতি। টেনিসে উইম্বলডনের উপরে কিছু হয় না।’
টেন্ডুলকারের কাছে প্রশ্ন ছুড়ে দেয়া হয়েছিলো- কাকে দেখতে এখানে এসেছেন তিনি! রাগ-ঢাক না করেই টেন্ডুলকারের উত্তর, গত ১০ বছর ধরে ফেদেরারকে দেখছি। আমি এবারও ফেদেরারের খেলা দেখতে এখানে এসেছি।