যৌথ অভিযানে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

শিবগঞ্জ উপজেলায় র্যাবের অভিযানে একটি মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক মিজানুর রহমান ওরফে মিজান নামে এক ব্যাক্তি গ্রেপ্তার হয়েছেন। তিনি ৯ বছর যাবৎ বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে পলাতক ছিলেন। আটক মিজান শিবগঞ্জের বিনোদপুর আইরামারী গ্রামের মহিজ উদ্দিনের ছেলে। র্যাব জানায়, গতকাল সন্ধ্যার পরে শিবগঞ্জের মনাকষা বাজার থেকে র্যাব-৪ মানিকগঞ্জ ক্যাম্প ও র্যাব-৫ ব্যাটালিয়ন চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সালে মিজানের বিরুদ্ধে রাজশাহীর বাঘা থানায় একটি মাদক মামলার মামলা দায়েরের পর তিনি পলাতক হন। বিভিন্ন ছদ্মবেশে তিনি বিভিন্ন স্থানে পালিয়ে থাকেন। তাঁর অনুপস্থিতিতে বিচার সম্পন্ন হয়। বিচারে তাঁকে যাবজ্জীবন কারাদন্ড সেই সাথে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেয়া হয়। সাজাপ্রদানকালে পলাতক থাকায় তাঁর নামে সাজা পরোয়ানা জারি হয়। গতকাল গ্রেপ্তারের পর আজ তাঁকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
শিবগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআ্ই) স্বপন কুমার বলেন, গত ১ মাস পূর্বে শিবগঞ্জে ফিরে এসে মিজান একটি নার্সারিতে শ্রমিক হিসেবে যোগ দেন। এর আগে তিনি ঢাকায় রিক্সা চালাতেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। আজ দুপুরে মিজানকে চাঁপাইনবাবগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।