যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে আঘাত, স্বামী গ্রেপ্তার
নাটোরের সিংড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে আঘাত করার অভিযোগে স্বামী মো. কাশিম উদ্দিনকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-৫।
র্যাব-৫ জানায়, গত ১০ সেপ্টেম্বর বিকেল ৫টা ২০ মিনিটে সিংড়া উপজেলার মাঝগ্রাম গোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে। যৌতুকের টাকা আনার জন্য চাপ দিলে স্ত্রী মোছাঃ শাকিলা খাতুন ওরফে শরিফা (২৯) অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে কাশিম উদ্দিন হাতে থাকা রাজমিস্ত্রির কাজে ব্যবহৃত ধারালো পাট্টা দিয়ে তাকে আঘাত করেন। আঘাতে শাকিলা গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসক তার মাথার ক্ষতস্থানে চারটি সেলাই দেন। পরে শাকিলা থানায় যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক ছিলেন। পরে র্যাব-৫ এর একটি দল ধারাবাহিক অভিযান চালিয়ে ১৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে কাশিম উদ্দিনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। গ্রেপ্তার আসামিকে সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।