যে কারণে অনুষ্ঠানে ছিলেন না স্বাগতা

299

চলতি সপ্তাহেই ঢাকায় অনুষ্ঠান করে গেলেন ভারতের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং এ সময়ের জনপ্রিয় সংগীত তারকা জিৎ গাঙ্গুলী। ঢাকার দর্শকদের মুগ্ধ করেছিল তাদের সেই অনুষ্ঠান। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন হলে আয়োজিত বহুল আলোচিত এ শো ছিল সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। তবে চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্টের ব্যানারে আয়োজন নিয়ে অভিযোগের তীর ছুড়লেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। অনুষ্ঠানের দিন তিনেক আগে দেশের বেশিরভাগ পত্রপত্রিকায় খবর প্রকাশ হয় তিনি ও জনপ্রিয় উপস্থাপক-নির্মাতা দেবাশীষ বিশ্বাস শর্মিলা ঠাকুর ও জিৎ গাঙ্গুলীর অনুষ্ঠানটির সঞ্চালনা করবেন। এমনটাই নিশ্চিত ছিলেন সবাই। তবে দেবাশীষ বিশ্বাসকে সেদিন মঞ্চে দেখা গেলেও ছিলেন না স্বাগতা। কেন তিনি ছিলেন না তা নিয়েই প্রশ্ন উঠেছে সর্বত্র। জনপ্রিয় এ অভিনেত্রীর অভিযোগ তাকে উপস্থাপক হিসেবে দায়িত্ব দিয়েও ফিরিয়ে নিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। আলাপকালে এমনটাই জানান স্বাগতা। তিনি বলেন, আমাকে শর্মিলা ঠাকুরের অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দায়িত্ব দেয়া হয়। সে অনুযায়ী প্রস্তুতিও নিয়েছিলাম। কিন্তু মূল অনুষ্ঠানে গিয়ে দেখি ভিন্ন চিত্র। আমার জায়গায় শো-এর হোস্ট হিসেবে নেয়া হয়েছে সিঁথি সাহাকে। আমি বিষয়টি নিয়ে আয়োজক অনন্যা রুমাকে প্রশ্ন করায় উল্টো আমার সঙ্গে বাজে আচরণ করা হয়েছে। এমনকি আমাকে সেখান থেকে বেরিয়ে যেতেও বলা হয়। শো-এর ব্যাপারে কোনো লিখিত চুক্তি আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে হয়েছিল কি না এমন প্রশ্নের উত্তরে স্বাগতা বলেন, আমার সঙ্গে মৌখিকভাবে কথা হয়েছে। আর সেটা এক হয়েছে সাংবাদিকের মাধ্যমে। সে ব্যাপারে আমাকে কস্টিউম কি হবে তা নিয়েও মোটামুটি একটা ধারণা দিয়ে দিয়েছিল আয়োজক কর্তৃপক্ষ। কিন্তু সবশেষে ঘটনা উল্টে গেল। এমনটা হবে জানলে আগেই না করতাম। এদিকে বিষয়টি নিয়ে আয়োজক অনন্যা রুমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্বাগতার সঙ্গে আমাদের কোনো চুক্তি হয়নি। এমনকি তার সঙ্গে আমার অনুষ্ঠানের পাঁচদিন আগে পর্যন্ত কোনো কথোপকথন হয়নি। হ্যাঁ, তাকে নেয়ার ব্যাপারে আমাদের কাছে প্রস্তাব আসে। কিন্তু শর্মিলা ঠাকুরের ব্যাপারে স্বাগতার কোনো জানাশোনা নেই। তিনি নিজেই আমার অফিসে এসে সঞ্চালনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। আমরা তাকে বলিওনি। তবে স্বাগতার উপস্থাপনা করার বিষয়টি নিয়ে নিউজ হওয়ায় আমি বেশ বিব্রতবোধ করেছি। কারণ আমার সঙ্গে এ ব্যাপারে কেউ কথা বলেননি। তিনি নিজেই ফটোশুট করে পত্রিকায় খবর ছড়িয়েছেন। আমার শোটি উপস্থাপনা করার ব্যাপারে শেষ মুহূর্তে গিয়ে চূড়ান্ত হন সিঁথি। কারণ এত বড় একটা দায়িত্ব দেবাশীষের সঙ্গে আরেকজনকে দেয়ার সিদ্ধান্ত ছিল দুরূহ ব্যাপার। আমি ওই সংবাদ পরবর্তীতে যে সংশোধন করবো সেটার সময়ও পাইনি। সে জন্য আমার ও আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। সবমিলিয়ে বলবো এটা একটা ভুল বোঝাবুঝি। আর স্বাগতার বিষয়টি আগেই বাতিল করা হলেও তিনি মূল অনুষ্ঠানে গিয়ে বাজে রিঅ্যাক্ট করেছেন। সেজন্য তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিয়ে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেয়া হয়েছে। এখন যদি তিনি কোনো অভিযোগ করেন সেক্ষেত্রে আমার কিছু করার নেই।