Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ঘূর্ণিঝড়ে নার্সিং হোমে নিহত ৮

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ঘূর্ণিঝড় আরমার কারণে বিদ্যুৎবিহীন একটি নার্সিং হোমে ৮ জনের মৃত্যু হয়েছে। গত বুধবার ফ্লোরিডার হলিউড সিটিতে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে ৩ জন নার্সিং হোমেই মারা যান। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও ৫ জন। গত রোববার ঘূর্ণিঝড় আরমা আঘাত হানার পর থেকে ওই নার্সিং হোম বিদ্যুৎবিহীন ছিল। তবে ঠিক কী কারণে এই আট জনের মৃত্যু হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি। স্থানীয় পুলিশ বলছে, এই মৃত্যুর সঙ্গে হোমে বিদ্যুৎ না থাকার যোগসূত্র রয়েছে বলে তাদের ধারণা। স্থানীয় একজন চিকিৎসকও সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন, বিদ্যুৎ না থাকায় ওই নার্সিং হোমের দ্বিতীয়তলা অতিরিক্ত গরম হয়ে পড়েছিল। প্রাণহানির ঘটনার পরই ওই হোম থেকে ১১৫ জনকে অন্যত্র স্থানান্তর করে পুলিশ। হলিউড পুলিশ প্রধান থমাস সানচেজ জানান, নার্সিং হোমটি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাণহানির ঘটনা পুলিশ তদন্ত করছে। আরমার কারণে ফ্লোরিডা, জর্জিয়া ও ইলিনয়ের অন্তত ১ কোটি মানুষ বিদ্যুৎবিহীন রয়েছেন। এ ঘূর্ণিঝড়ে যুক্তরাষ্ট্রে অন্তত ২৪ জন নিহত হয়েছেন।

Exit mobile version