যুক্তরাষ্ট্রের জন ম্যাককেইন ব্রেন ক্যান্সারে আক্রান্ত

306

যুক্তরাষ্ট্রের বর্ষিয়ান রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইনের মস্তিস্কে ক্যান্সার ধরা পড়েছে। ক্যান্সার ধরা পড়ার পর তার চিকিৎসার উপায়গুলো পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে গত বুধবার জানিয়েছে তার দপ্তর, খবর বিবিসির। তিনি ভিয়েতনাম যুদ্ধে অংশ নেন এবং যুদ্ধবন্দি হিসেবে ভিয়েতনামে পাঁচ বছরেরও বেশি সময় কারাদ- ভোগ করেছিলেন। এসব উপায়ের মধ্যে কেমোথেরাপি এবং রেডিয়েশন থাকতে পারে বলে জানিয়েছেন তার চিকিৎসক। ৮০ বছর বয়সী এই রাজনীতিকের মনোবল ‘অটুট আছে’ এবং বর্তমানে তিনি তার অ্যারিজোনার বাড়িতে আছেন। গত শুক্রবার ফিনিক্স শহরের একটি ক্লিনিকে তার বাম চোখ থেকে একটি ব্লাড ক্লট (জমাট বাঁধা রক্তের দানা) অপসারণে অস্ত্রোপচার চলার সময় মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ওই অস্ত্রোপচারের পর থেকেই তিনি বাড়িতে আছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন তার চিকিৎসক। টিস্যু বিশ্লেষণ করে গ্লিওব্লাস্টোমা নামে পরিচিত প্রাথমিক পর্যায়ের ব্রেন টিউমারটি ওই ক্লটের সঙ্গে জড়িত বলে দেখা গেছে। যুক্তরাষ্ট্র নৌবাহিনীর সাবেক এই পাইলট ছয়বার সিনেটর নির্বাচিত হয়েছেন। ২০০৮ সালে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু ডেমোক্র্যাটিক প্রার্থী বারাক ওবামার কাছে পরাজিত হন।