যুক্তরাজ্যে ‘বড়দিনে সন্ত্রাসী হামলার পরিকল্পনা’, গ্রেফতার ৪

207

যুক্তরাজ্যে বড়দিনে সন্ত্রাসী হামলার একটি পরিকল্পনা ঠেকিয়ে দেওয়ার কথা জানিয়েছে সন্ত্রাস বিরোধী পুলিশ। এ পরিকল্পনায় জড়িত সন্দেহে গত মঙ্গলবার সকালে সাউথ ইয়র্কশায়ার ও ডার্বিশায়ার থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
বিবিসি জানায়, বোমা নিস্ক্রিয়কারী দল চেস্টারফিল্ডের একটি রাস্তা ঘিরে রেখেছে। সেখানে ৩১ বছর বয়সী একজনকে আটক করা হয়েছে। আশপাশের ঘরবাড়িও খালি করে ফেলা হয়েছে। শেফিল্ড শহরের বার্নগ্রিভ ও মিরসব্রুক থেকে পরে ২২, ৩৬ ও ৪১ বছর বয়সী আরো তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আটক চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য ওয়েস্ট ইয়র্কশায়ারের পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। বার্নগ্রিভের ব্রানসউইক সড়কের ফাতিমা কমিউনিটি সেন্টারের কাছে গত মঙ্গলবার বিকাল পর্যন্ত বোমা নিস্ক্রিয়কারী দলের তৎপরতা ছিল। দ্বিতল ওই ভবনের বাইরে সেসময় অসংখ্য পুলিশ সদস্য ও গাড়ি দেখা গেছে। শেফিল্ডের শায়ারব্রুক এলাকার এক বাসিন্দা গত মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে একটি অভিযানের সময় ‘তীব্র শব্দ’ শুনতে পাওয়ার কথা জানান। ঘুমিয়ে ছিলাম, হঠাৎ জেগে উঠে দেখি ঘর কাঁপছে। তাৎক্ষণিকভাবে মনে হলো বোধহয় ভূমিকম্প হচ্ছে, বলেন ক্যারল পেরি। যে ভবনকে ঘিরে পুলিশি তৎপরতা ছিল, তার দুই ঘর পর ক্যারলের ঘর।
কম্পনের কারণ হিসেবে ওই এলাকার বাসিন্দারা বিস্ফোরণের কথা ভাবলেও পরে পুলিশ জানিয়েছে, ভবনে ঢুকতে গিয়ে তাদের চালানো তৎপরতাতেই ওই শব্দের উৎপত্তি।
পুলিশ একটি ভবনে ঢোকার সময় স্থানীয়রা বিকট আওয়াজ শুনেছে, যদিও এটি বিস্ফোরণ ছিল না, বলেন সন্ত্রাস বিরোধী পুলিশের মুখপাত্র। অভিযান চলাকালে পুলিশ সদস্যরা ‘চিৎকার করে’ আশপাশের লোকদের ঘরের ভেতর থাকার অনুরোধ করে বলে স্থানীয়রা জানিয়েছে। ডার্বিশায়ার পুলিশের সহকারী প্রধান কনস্টেবল বলেন, ঘটনাস্থলে পুলিশের তৎপরতায় সাধারণ জনগণকে বিচলিত হয়েছে। যাদের দরকার ছিল, তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারপরও আমরা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি, বলেন তিনি।