যাত্রীবাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ

চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের (যাত্রীবাহী) নতুন কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর-খোসালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান নব নির্বাচিত সভাপতি মো. শহিদুল ইসলাম শহিদ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট আবু হাসিব, অ্যাডভোকেট শামসুদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুগের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল কাদের কামাল, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান শামীম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, সাথী এন্টার প্রাইজের চেয়ারম্যান মো. মোখলেসুর রহমানসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহফুজুর রহমান।
এরআগে সদ্য বিদায়ি বছরের ৩১ ডিসেম্বর বিনাপ্রতিদ্বন্দ্বীতায় সভাপতি পদে শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মো. আব্দুর রউফ যুলমাত নির্বাচিত হন। নতুন এই কমটির সদস্য মোট ১৩জন। নবনির্বাচিতরা আগামী দুবছর যাত্রীবাহী পরিবহন শ্রমিক ইউনিয়নকে নেতৃত্ব দেবেন।