যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

 

যথাযোগ্য মর্যাদায় এবং ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। আজ ভোরে তোপধনি এবং সূর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তোলণের মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনের চত্বরে শহিদ মুক্তিযোদ্ধাদের নামাংকিত স্মৃতিফলকে পূষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক আব্দুস সামাদের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার রেজাউল করিমের নেতৃত্বে পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। সকাল ৯টায় শহরের ডা. আ.আ.ম মেসবাহুল হক ষ্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আব্দুস সামাদ। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার রেজাউল করিম বিপিএম সেবা, সিভিল সার্জন ডা. একে.এম.শাহাব উদ্দীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা তরিকুল আলম, ছাত্র প্রতিনিধি আব্দুর রাহিমসহ অন্যান্যরা। এছাড়াও বিশেষ প্রার্থনা, সড়ক সজ্জিতকরণ, ভবন আলোকসজ্জা, শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা, বিভিন্ন খেলাধুলা, এতিমখানা, জেলখানা, বৃদ্ধাশ্রমে বিশেষ খাবার, মুক্তিযুদ্ধের চলচিত্র প্রদর্শণ সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।