যক্ষারোগ প্রতিরোধে শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

110

যক্ষারোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদরের পৌর এলাকার কাঁঠালবাগিচায় শিশু শিক্ষা নিকেতনের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ বক্ষব্যাধি ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট ডা. জিনাত আরা হক। নাটাবের সদস্য আনিসুর রহমানের সঞ্চালনায় নাটাবের সভাপতি মনিম-উদ-দৌলার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, অর্থোপেডিক সার্জন আব্দুল্লাহ আল মামুন, নাটাবের ঢাকা কেন্দ্র কমিটির প্রতিনিধি রুহুল আমিনসহ জেলার বিভিন্ন কলেজ-বিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। এসময় চাঁপাইনবাবগঞ্জ বক্ষব্যাধি ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট ডা. জিনাত আরা হক বলেন, যক্ষারোগ নির্মূল নয় প্রতিরোধ করা সম্ভব