মো ফারাহ বিবিসির বর্ষসেরা ক্রীড়াবিদ

432

বিবিসির বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন ব্রিটিশ অ্যাথলেট মো ফারাহ। ১০ হাজার মিটারে তিনবারের চ্যাম্পিয়ন এই ব্রিটিশ দৌড়বিদ গত আগস্টে এই ইভেন্টে স্বর্ণ জিতেন। ২০০২ সালের পর পাউলা র‌্যাডক্লিফের পর প্রথম কোনো ম্যারাথনার বর্ষসেরার এই পুরস্কার জিতলেন। এ ছাড়া সুপারবাইকে বিশ্ব চ্যাম্পিয়ন জনাথন রিয়া দ্বিতীয় এবং প্যারাঅলিম্পিক চ্যাম্পিয়ন জোনি র‌্যাকক তৃতীয় হয়েছেন।
লিভারপুলে আনুষ্ঠানিকভাবে দেয়া হয় এই পুরস্কার। অনুষ্ঠানে আমেরিকার চারবারের অলিম্পিক চ্যাম্পিয়ন মাইকেল জনসন বলেন, এই পুরস্কারটা তার প্রাপ্য। চলতি বছর ঘরের মাটিতে সে চ্যাম্পিয়নশিপ জিতেন। এখনও সে উজ্জ্বলমান।
এর আগেও ৫ বার এই ইভেন্টে সংক্ষিপ্ত তালিকায় ফারাহর নাম ছিল। তবে ২০১১ সালে সর্বোচ্চ তৃতীয় হয়েছিলেন তিনি। ফারাহ অবশ্য মনে করছেন তাকে ছাড়াও এই পদক জেতার মতো আরও অ্যাথলেট ছিল।