মোস্তাফিজ ইস্যুতে সোহেল রানা ও মিশা সওদাগরের ধিক্কার

বিনোদন প্রতিবেদক | ঢাকা : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিষয়টি কেবল ক্রীড়াঙ্গনে সীমাবদ্ধ না থেকে ছড়িয়ে পড়েছে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনেও। এ প্রেক্ষাপটে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও ভারতীয় টেলিভিশন সম্প্রচার ব্যবস্থার বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন ঢালিউডের বর্ষীয়ান অভিনেতা সোহেল রানা এবং শক্তিমান অভিনেতা মিশা সওদাগর।
মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান অভিনেতা মাসুদ পারভেজ, যিনি সোহেল রানা নামেই অধিক পরিচিত। পোস্টে তিনি লেখেন, আমাদের টেলিভিশন যতক্ষণ ভারতে প্রচার করতে না পারবে, ততক্ষণ ভারতের টেলিভিশনও আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। একই দিনে দেওয়া আরেকটি পোস্টে ভারতীয় টেলিভিশন কনটেন্টের তীব্র সমালোচনা করেন তিনি। সোহেল রানা বলেন, ভারতীয় টেলিভিশনের বউ-শাশুড়ি ঝগড়া মার্কা নাটক আমাদের সামাজিক বন্ধনকে ছিন্ন-বিচ্ছিন্ন করে দিচ্ছে। এই ইস্যুতে সরব হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা মিশা সওদাগরও। রবিবার (৪ জানুয়ারি) নিজের জন্মদিন উপলক্ষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান। মিশা সওদাগর বলেন, মোস্তাফিজ তো আমাদের একটা প্রতীক। যারা সংস্কৃতির এই প্রতিবন্ধকতা সৃষ্টি করল, তাদের ধিক্কার জানাই। ক্রিকেটপ্রেমী এই অভিনেতা মোস্তাফিজুর রহমানের ব্যক্তিত্ব ও ক্যারিয়ারের ভূয়সী প্রশংসা করে বলেন, মোস্তাফিজ একজন অসাধারণ ক্রিকেটার। বাংলাদেশে মাশরাফির পর এত দীর্ঘ সময় ধরে এত ঐশ্বর্যমণ্ডিত ক্যারিয়ার গড়ে তুলেছে, অথচ তার চোখে অহংকারের কোনো চিহ্ন নেই। রাজনীতি ও সংস্কৃতির সংঘাত প্রসঙ্গে মিশা সওদাগর আরও বলেন,শিল্প ও ক্রীড়া হওয়া উচিত উন্মুক্ত। এখানে রাজনীতির কোনো জায়গা নেই। রাজনীতি বা উগ্রতার কারণে যারা সংস্কৃতিকে ছাড়িয়ে প্রতিবন্ধকতা তৈরি করল, তাদের এই কাজ খুবই দুঃখজনক ও কুরুচিপূর্ণ। বিশ্ব ক্রীড়াঙ্গনে এ সিদ্ধান্ত নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, মোস্তাফিজের মতো একজন তারকাকে এভাবে বাদ দেওয়া শুধু বাংলাদেশের নয়, বরং বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্যই একটি নেতিবাচক উদাহরণ হয়ে থাকবে।
উল্লেখ্য, আসন্ন আইপিএলের জন্য রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে মৌলবাদী হিন্দু গোষ্ঠীর পক্ষ থেকে কেকেআরের মালিক শাহরুখ খান ও টিম ম্যানেজমেন্টকে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে গত ৩ জানুয়ারি ‘নিরাপত্তা ইস্যু’ দেখিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড কেকেআরকে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। এ সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই দেশে-বিদেশে শুরু হয় ব্যাপক সমালোচনা।