মোস্তফা জামান আব্বাসী স্মরণ শোকাহত কবিতা, গান, আড্ডা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের আমতলায় সদ্য প্রয়াত মরমী সঙ্গীত সাধক, লেখক ও গবেষক মোস্তফা জামান আব্বাসী স্মরণ শোকাহত কবিতা,গান,আড্ডা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে এই স্মরণসভার আয়োজন করেন অন্বেষণ সাহিত্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ। এসময় কবি ও নাট্যকার কামরুল আজাদের সঞ্চালনায় এবং কবি জালাল উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কবি মাহবুব আলম, কবি বিজহান অপু, কবি কবির বাদশাহ, কবি শফিকুল ইসলাম মজিদী, কবি যুবায়ের খলিল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুবুল আলম, কবি আব্দুল আজিজ, কবি হারুণ উর রশিদ, কবি আব্দুল্লাহ্, সাহিত্য সংগঠক বদরুদ্দোজা আব্দুর রউফ, কবি জারিফ আজাদসহ আরো অনেকে। অনুষ্ঠানে বক্তারা মরমী সঙ্গীত সাধক, লেখক ও গবেষক মোস্তফা জামান আব্বাসীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন।