মোবাইল অ্যাপ্লিকেশন এর খবর

323
Smartphone with cloud of application icons

ইন্টারনেট সংযোগ থাকলে ‘স্কাইপ’-এর মতো অ্যাপ্লিকেশন ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বিনা খরচায় কথা বলা যায়-এটা পুরনো প্রযুক্তির খবর। স্কাইপের মতোই কাজ করে, এ ধরনের আরো কয়েকটি অ্যাপ্লিকেশন ইন্টারনেটে পাওয়া যায়। তবে এ ক্ষেত্রে স্কাইপই সবচেয়ে জনপ্রিয়। স্মার্টফোনে ব্যবহারের জন্যও এই অ্যাপ্লিকেশনের ভিন্ন একটি সংস্করণ পাওয়া যায়। তবে স্মার্টফোনে বিনা খরচে কথা বলার ক্ষেত্রে স্কাইপের জনপ্রিয়তাকেও ছাড়িয়ে গেছে আরেক অ্যাপ্লিকেশন ‘ফ্রিং’। ফ্রিং ব্যবহার করে কথা বলতে চাইলে যার সঙ্গে কথা বলবেন, তার মোবাইলও অ্যাপ্লিকেশনটি ইনস্টল এবং চালু থাকতে হবে। ফ্রিং দিয়ে মধ্যম মানের ইন্টারনেট গতিতেও পরিষ্কার কথা শোনা যায়। কথা বলার পাশাপাশি এ অ্যাপ্লিকেশন দিয়ে ইনস্ট্যান্ট মেসেজিং করারও সুযোগ রয়েছে। এতে ফ্রিং ছাড়াও স্কাইপ, ইয়াহু, উইন্ডোজ লাইভ, গুগল টক, আইসিকিউ এবং এইমের বন্ধুদের সঙ্গে নির্বিঘেœ চ্যাট করা যায়। বাড়তি সুবিধা হিসেবে টুইটার বন্ধুর সঙ্গে বিভিন্ন তথ্য আদান-প্রদান করার সুযোগ রয়েছে। অ্যাপ্লিকেশনটি সিমবিয়ান, আইফোন এবং উইন্ডোজ মোবাইল অপারেটিং সিস্টেমে কার্যকর। মোবাইল ফোন থেকে ‘ফ্রিং’ সরাসরি ডাউনলোড করতে হলে স.ভৎরহম.পড়স সাইটে যেতে হবে। কম্পিউটারের মাধ্যমে ডাউনলোড করেও এটি মোবাইল ফোনে ইনস্টল করার সুযোগ রয়েছে।