মে মাসে ২৮২ কোটি সাড়ে ৩৩ লাখ টাকার পণ্য জব্দ: বিজিবি

86

চলতি বছর মে মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৮২ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে বলে জানিয়েছে বিজিবি। আজ সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এদিকে, উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৮টি পিস্তল, ৮টি ম্যাগাজিন, সাতটি সকল প্রকার গান, ১০০ কেজি সালফার, চারটি বিস্ফোরক স্টিক, সাতটি ডেটোনেটর এবং ৪০ রাউন্ড গুলি। এপ্রিল মাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বিজিবি। এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২২০ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অপরাধে ৩১ জন বাংলাদেশি নাগরিক, চার জন ভারতীয় নাগরিক এবং ২৮ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।