মেয়েদের সেমিতে চারজনই যুক্তরাষ্ট্রের

557

এস্তোনিয়ার কাইয়া কানেপিকে উড়িয়ে ইউএস ওপেনের সেমি-ফাইনালে উঠেছেন ম্যাডিসন কিস। তার জয়ের মধ্য দিয়ে ৩৬ বছর পর এই টুর্নামেন্টে মেয়েদের সেমি-ফাইনালে উঠেছে যুক্তরাষ্ট্রের চার খেলোয়াড়।বাংলাদেশ সময় বুধবার রাতে কোয়ার্টার-ফাইনালে কানেপিকে ৬-৩, ৬-৩ গেমে হারান ১৫তম বাছাই কিস।সরাসরি সেটে জয় পেয়েছেন কোকো ভ্যানডেওয়েও। শীর্ষ বাছাই চেক প্রজাতন্ত্রের কারোলিনা প্লিসকোভাকে ৭-৬, ৬-৩ গেমে হারান ২০তম বাছাই এই খেলোয়াড়।এর আগে মঙ্গলবার সেমি-ফাইনালে ওঠেন দেশটির অপর দুই খেলোয়াড় ভেনাস উইলিয়ামস ও স্লোয়ান স্টিফেন্স।১৯৮১ সালের পর এই প্রথম ইউএস ওপেনে নারী এককের শেষ চারে ওঠা চারজনের সবাই হলেন যুক্তরাষ্ট্রের। আর যেকোনো প্রতিযোগিতা হিসেবে ১৯৮৫ সালের উইম্বলডনের পর এবারই প্রথম মেয়েদের সেমি-ফাইনালের সবাই যুক্তরাষ্ট্রের।এই চার জনের মধ্যে কেবল ৩৭ বছর বয়সী ভেনাসের গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে।দুইটি ইউএস ওপেনসহ সাতটি গ্র্যান্ড স্ল্যাম জেতা নবম বাছাই ভেনাস ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবেন অবাছাই স্লোয়ান স্টিফেন্সের সঙ্গে।শেষ চারের অন্য ম্যাচে কিসের প্রতিপক্ষ ভ্যানডেওয়ে।
এস্তোনিয়ার কাইয়া কানেপিকে উড়িয়ে ইউএস ওপেনের সেমি-ফাইনালে উঠেছেন ম্যাডিসন কিস। তার জয়ের মধ্য দিয়ে ৩৬ বছর পর এই টুর্নামেন্টে মেয়েদের সেমি-ফাইনালে উঠেছে যুক্তরাষ্ট্রের চার খেলোয়াড়।বাংলাদেশ সময় বুধবার রাতে কোয়ার্টার-ফাইনালে কানেপিকে ৬-৩, ৬-৩ গেমে হারান ১৫তম বাছাই কিস।সরাসরি সেটে জয় পেয়েছেন কোকো ভ্যানডেওয়েও। শীর্ষ বাছাই চেক প্রজাতন্ত্রের কারোলিনা প্লিসকোভাকে ৭-৬, ৬-৩ গেমে হারান ২০তম বাছাই এই খেলোয়াড়।এর আগে মঙ্গলবার সেমি-ফাইনালে ওঠেন দেশটির অপর দুই খেলোয়াড় ভেনাস উইলিয়ামস ও স্লোয়ান স্টিফেন্স।১৯৮১ সালের পর এই প্রথম ইউএস ওপেনে নারী এককের শেষ চারে ওঠা চারজনের সবাই হলেন যুক্তরাষ্ট্রের। আর যেকোনো প্রতিযোগিতা হিসেবে ১৯৮৫ সালের উইম্বলডনের পর এবারই প্রথম মেয়েদের সেমি-ফাইনালের সবাই যুক্তরাষ্ট্রের।এই চার জনের মধ্যে কেবল ৩৭ বছর বয়সী ভেনাসের গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে।দুইটি ইউএস ওপেনসহ সাতটি গ্র্যান্ড স্ল্যাম জেতা নবম বাছাই ভেনাস ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবেন অবাছাই স্লোয়ান স্টিফেন্সের সঙ্গে।শেষ চারের অন্য ম্যাচে কিসের প্রতিপক্ষ ভ্যানডেওয়ে।