মেসির ফেরার ম্যাচে হার

47

 আজ ভিসেল কোবের বিপক্ষে ম্যাচের ৬০তম মিনিটে মাঠে নামেন মেসি। গত ৪ঠা ফেব্রুয়ারি হংকং একাদশকে ৪-১ গোলে হারায় ইন্টার মায়ামি। ৪০ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন হংকং স্টেডিয়ামে সেই ম্যাচে মেসিকে না খেলানোয় তোপের মুখে পড়তে হয় ইন্টার মায়ামিকে। যে কারণে খেলার আয়োজকদের ১৯ লাখ ২০ হাজার ডলার প্রণোদনা দেয়ার ঘোষণা দিলেও পরে সেটি কমিয়ে আনে হংকংয়ের মেজর স্পোর্টস ইভেন্ট কমিটি (এমএসইসি)। সমালোচনার মুখে ক্ষমা চান মায়ামি কোচ জেরার্ডো মার্টিনো। আর ইনজুরির কথা জানিয়ে মেসি বলেন, ‘ভিসেল কোবের বিপক্ষে খেলার চেষ্টা করব।’ আজ ভিসেল কোবের বিপক্ষে ম্যাচের ৬০তম মিনিটে মাঠে নামেন মেসি। ইনজুরির কারণে হংকং একাদশের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। আজ জাপানিজ ক্লাব ভিসেল কোবের বিপক্ষে ম্যাচ দিয়ে ফেরেন ইন্টার মায়ামি অধিনায়ক। নামেন বদলি হিসেবে। তবে প্রত্যাবর্তন ম্যাচ রাঙাতে পারেননি আর্জেন্টাইন সুপারস্টার। আর জাপান ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচটিতে টাইব্রেকারে ৪-৩ গোলে হারে ইন্টার মায়ামি। নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। ৩০ মিনিট ম্যাচ খেলে ৪৬ বার বলে পা ছুঁইয়ে গোলবারের উদ্দেশ্যে দুটি শট নিয়ে দুটিই লক্ষ্যে রাখেন। সঠিক পাস দেন ৭৯ শতাংশ। নৈপুণ্য ছড়ালেও ইন্টার মায়ামিকে ম্যাচ জেতাতে পারেননি মেসি। হংকংয়ের বিপক্ষে একাদশে না থাকা লুইস সুয়ারেজ এই ম্যাচের শুরু থেকে খেলেন।