মেসির জোড়া গোলে নাশভিলকে হারিয়ে মায়ামির দারুণ সূচনা

লিওনেল মেসির জাদুতে আবারও মাঠ কাঁপালো। বাংলাদেশ সময় আজ সকালে মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফের প্রথম রাউন্ডের উদ্বোধনী ম্যাচে তার জোড়া গোলে ইন্টার মায়ামি ৩-১ ব্যবধানে হারিয়েছে ন্যাশভিল এসসিকে। এর মাধ্যমে ইস্টার্ন কনফারেন্সের সেরা তিনের প্রথম ম্যাচে এগিয়ে গেল মেসির দল। দলটির হয়ে তৃতীয় গোলটি করেন তাদেও আয়েন্দে। আর সেই গোলের পেছনেও ভূমিকা ছিল মেসির। দ্বিতীয়ার্ধে মেসির নিখুঁত পাস থেকে ইয়ান ফ্রাই বল বাড়ান বক্সে। এখন সিরিজে ১-০ তে এগিয়ে থাকা ইন্টার মায়ামির সামনে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ। ১ নভেম্বর নাশভিলের মাঠে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রয়োজনে ৮ নভেম্বর ফোর্ট লডারডেলে হবে তৃতীয় ও নির্ধারণী ম্যাচ।