মেসিকে আটকানো কঠিন

195

ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মধ্যে কে সেরা-এ বিষয়ে তর্কের শেষ নেই। সে বিতর্কে জড়াননি চিয়াগো সিলভা। তবে এক দিক দিয়ে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের চেয়ে বার্সেলোনা তারকাকে এগিয়ে রাখলেন পিএসজি এই ডিফেন্ডার। তার মতে, রোনালদোর চেয়ে মেসিকে আটকানো কঠিন। সময়ের সেরা এই দুই ফুটবলার সমান পাঁচটি করে ব্যালন ডি’অর জিতেছেন। দুজনই নিজ নিজ ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।
আগামী ১৪ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় প্রথম লেগে সান্তিয়াগো বের্নাবেউয়ে রিয়ালের মুখোমুখি হবে পিএসজি। পরের মাসে ফিরতি লেগ তারা খেলবে নিজেদের মাঠে। পর্তুগিজ ফরোয়ার্ডের সঙ্গে মুখোমুখি লড়াইয়ের আগে আর্জেন্টিনা অধিনায়ককেই এগিয়ে রাখলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার সিলভা। “ক্রিস্তিয়ানো রোনালদোর চেয়ে লিওনেল মেসিকে আটকানো কঠিন। ক্রিস্তিয়ানো ক্যারিয়ার যা জিতেছে তার সবকিছুই সে জেতার যোগ্য। বছরটা তার একটু কঠিন যাচ্ছে; কিন্তু এটা এখনও শেষ হয়নি। এখনও সে আগামি ব্যালন ডি’অর জিততে পারে।” “তাদের মধ্যে সামান্য একটু পার্থক্য হলো, বল পায়ে ওয়ান অন ওয়ান অথবা দুই জনের বিপক্ষে মেসিকে আটকানো কঠিন।”
“তারা দুজনই অবিশ্বাস্য কিছু করে। উদাহরণস্বরূপ নেইমারের মতো।”