মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কিশোর গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৭ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় দশম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে গোবরাতলা ইউনিয়নের পলশা গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, খাবার লোভ দেখিয়ে শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে ওই কিশোর। এ সময় বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ঘটনাটি টের পান। পরে ঘটনাটি সংশ্লিস্ট ইউপি সদস্যের মধ্যস্থতায় ওইদিনই স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলে তা ব্যর্থ হয়। পরে আজ সকালে এ ঘটনায় শিশুর মা ওই কিশোর এবং তার বাবাকে আসামী করে সদর থানায় মামলা করেন। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার পর পুলিশ ওই কিশোরকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠায়। শিশুটির মেডিক্যাল টেষ্ট সম্পন্ন হয়েছে। আদালতে শিশুর ২২ ধারায় জবানবন্দী গ্রহণের জন্য আবেদন করা হয়েছে এবং মামলার তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।