মেডিকেল বিশ্ববিদ্যালয়কে স্বাস্থ্য-শিক্ষা-পরিবার কল্যাণ বিভাগে আনার সুপারিশ

319
মেডিকেল বিশ্ববিদ্যালয়কে স্বাস্থ্য-শিক্ষা-পরিবার কল্যাণ বিভাগে আনার সুপারিশস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় মেডিকেল বিশ্ব বিদ্যালয় গুলোকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন করার সুপারিশ করা হয়েছে। আজ মঙ্গলবার সংসদ ভবনে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, আ. ফ. ম রুহুল হক, মো. ইউনুস আলী সরকার এবং জুয়েল আরেং অংশগ্রহণ করেন। সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক রোহিঙ্গাদের সমন্বিত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর থেকে নেয়া পদক্ষেপ কমিটিকে অবহিত করেন। কমিটি দক্ষিণ কোরিয়ার আর্থিক সহায়তায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আওতাধীন সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার সুপারিশ করে। কমিটি গোপালগঞ্জ জেলায় এসেনশিয়াল ড্রাগস লি. এ পৌরসভা থেকে আগামী এক মাসের মধ্যে পানি সরবরাহ নিশ্চিত করার সুপারিশ করে। সভায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সম্প্রসারণের কার্যক্রম, অপারেশন থিয়েটারের সংখ্যা বৃদ্ধি এবং সিসিইউতে সেবা আরও বৃদ্ধি করার লক্ষ্যে প্রয়োজনীয় লোকবল নিয়োগের সুপারিশ করে। বাসস।