মেডিকেল কলেজগুলোতে শিক্ষক সংকট রয়েছে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী

49

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, বেসরকারি মেডিকেল কলেজগুলোতে শিক্ষক সংকট আছে। আগে সেই সংকট দূর করতে হবে। শিক্ষার গুণগত মানের দিকে নজর দেওয়া হবে, সংখ্যার দিকে নয়।

আজ বেলা সাড়ে ১১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‌‘আমি কোয়ালিটি ডাক্তার তৈরি করার পক্ষে। তার জন্য যা যা করার আমি করব। হঠাৎ করে মেডিকেল কলেজ বানানো, সেটার পক্ষে আমি নই।’

এ সময় তিনি জানান, শর্ত পূরণ করতে না পারায় দুটি মেডিকেল কলেজের নিবন্ধন বাতিল করা হয়েছে। এ তাছাড়া চারটি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। এদিকে আগামীকাল  ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় মোট ১ লাখ ৪ হাজার ৩৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।